ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsCOVID 19

করোনা আক্রান্ত এলআইসি আধিকারিকের মৃত্যু

asansol news
covid 19 logo

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, : করোনা আক্রান্ত এলআইসি আধিকারিকের মৃত্যু। ভারতীয় জীবন বিমা নিগমের আসানসোলের ঊষাগ্রাম ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারের (সেলস) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো। মৃত ব্রাঞ্চ ম্যানেজারের নাম নির্মাল্য স্যানাল। তিনি আসানসোলের বার্ণপুর রোডের একটি বহুতলে থাকতেন। শনিবার সকালে দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৫২ বছর । জানা গেছে, নির্মাল্য স্যানাল মাত্র দু মাস আগে ভারতীয় জীবন বিমা নিগমের চিত্তরঞ্জন ব্রাঞ্চ থেকে বদলি হয়ে আসানসোলের উষাগ্রাম ব্রাঞ্চে আসেন।


জানা গেছে, দিন ১৫ আগে তিনি শারীরিক অসুস্থতা নিয়ে প্রথমে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনার উপসর্গ থাকায় তার লালারসের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। তার রিপোর্ট পজিটিভ আসার পরে তাকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, নির্মাল্যবাবুর বুকে জল জমে যাওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি কাজের ক্ষেত্রে সৎ ও দক্ষ ছিলেন। পাশাপাশি তিনি সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে আসানসোল ডিভিশনের জীবন বিমা নিগমের সহকর্মী ও আধিকারিকরা শোকে ভেঙে পড়েন।

Leave a Reply