ASANSOLASANSOL-BURNPURPoliticsWest Bengal

কেন্দ্রের নীতির প্রতিবাদে বার্নপুরে তৃণমূলের মিছিল

লক্ষণ ঠাকুরের নেতৃত্বে মিছিলের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল,সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমানের হিরাপুরের ব্লক প্রেসিডেন্ট লক্ষণ ঠাকুরের নেতৃত্বে সোমবার বার্নপুরে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়।


মিছিলটি বার্নপুরের বাড়ি ময়দান থেকে শুরু করে বার্নপুর বাসস্ট্যান্ড হয়ে পুনরায় আবার বাড়ি ময়দানে গিয়ে শেষ হয়। মিছিলটিতে বহু তৃণমূল নেতা উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর বিনোদ যাদব, কাউন্সিলর সোনা গুপ্ত, ভরত দাস , এছাড়া শর্বরী মাজি, সন্ধ্যা দাস, শর্বন সাউ থেকে শুরু করে প্রবোধ দাস ( ক্যাপটেন দা), অনুপ মাজি, উৎপল সেন, মলয় বিট, পিকলু মাজি, বাবন ঠাকুর এবং তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের সমস্ত নেতাকর্মী ও সমর্থকরা।

Leave a Reply