ASANSOLBengali NewsWest Bengal

রাজু ট্রান্সপোর্ট ইউনিয়নের আহ্বায়ক হলেন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: রাজু আহলুওয়ালিয়া আসানসোলের ট্রান্সপোর্ট ইউনিয়নের আহ্বায়ক হয়েছেন। এই আনন্দে তাঁর সমর্থকরা বাসস্ট্যান্ডে উদযাপন করেন। রাজু আহুলওয়ালিয়াকে আইআইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বনাথ পরিয়াল আসানসোল মহকুমায় ট্রান্সপোর্ট ইউনিয়নের আহ্বায়ক হিসাবে নিযুক্ত করেছেন।

কর্মীদের সাথে রাজূ আহলুওয়ালিয়া

রাজু আহলুওয়ালিয়া বলেন যে তিনি শুরু থেকেই মা,মাটি, মানুষের পক্ষে লড়াই করে চলেছেন। দলও তার প্রতি আস্থা রেখেছিল। তিনি তার দায়িত্ব পালনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। শ্রমিকদের স্বার্থ এবং তাদের সমস্যাগুলি সমাধানের জন্য তিনি কাজ করবেন। মা, মাটি, মানুষের সরকার পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পরিবহন শ্রমিকরা পাবে এবং এ বিষয়ে তাদের জোর থাকবে। তিনি আহ্বায়ক নিযুক্ত হওয়ার আনন্দে ট্রান্সপোর্টাররা বাস স্ট্যান্ডে আতশবাজি ফাটিয়ে উদযাপন করেন। তাকে মালা পরিয়ে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply