যুবমোর্চার রাজ্য সম্পাদক বাপ্পার জামিন নাকচ
আগামী শুনানি ২২ তারিখ
বেঙ্গল মিরর, আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল কর্পোরেশনের বোর্ড লাগানোকে কেন্দ্র করে আসানসোল আদালতে রাজ্যের বিজেপি যুব মোর্চার সেক্রেটারি বাপ্পার জামিন নাকচ হল।



বাপ্পা চ্যাটার্জি কে গত শুক্রবার রাত্রে গ্রেপ্তারের পর শনিবার আসানসোলে আদালতের রায়ে তিন দিনের পুলিশ রিমান্ডে থাকবার পর মঙ্গলবার ১৫ ই সেপ্টেম্বর কোর্টে তোলা হলে
বাপ্পা চ্যাটার্জির হয়ে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী শেখর কুন্ডু। মামলার শুনানি হয়ে মাননীয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে।

বর্ষিয়ান আইনজীবী শেখর কুন্ডু কোর্টকে বলেন তার মক্কেলকে রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের একটি মামলার রায়ের উল্লেখ করেন ( বিলাল আহমেদ কালো বনাম অন্ধ্রপ্রদেশ সরকার)।
তিনি মাননীয় বিচারপতিকে সম্মান জানিয়ে বলেন, কোনভাবেই তার মক্কেলের ফেসবুক পোস্ট সাম্প্রদায়িক উস্কানিমূলক নয় বা কোনো ধর্মকে বা জাতিকে নিচু দেখানোর উদ্দেশ্যে করা হয়নি। এছাড়া দুটি ধারা 153A এবং 505 দুটি ধারা প্রায় একই। তাই এক্ষেত্রে যেকোনো একটি কার্যকরী হওয়া উচিত।
এছাড়া যে এফ আই আর টি হয়েছে সেটি করেছেন রাজ্যের শাসক দলের পশ্চিম বর্ধমান জেলার আইনজীবী সেলের চেয়ারম্যান এবং কর্পোরেশনের লিগ্যাল এডভাইজার সায়ন্তন মুখার্জি।ফলে রাজনৈতিক উদ্দেশ্যে জড়িত আছে এটি স্পষ্ট।
তিনি আরো বলেন, তার মক্কেল ইতিমধ্যেই ৩ দিন পুলিশ হেফাজত ভোগ করেছে এবং তার মোবাইল যেটি থেকে ফেসবুক পোস্ট করা হয়েছিল সেটিও বাজেয়াপ্ত হয়েছে।
ফলে তার মক্কেল বাপ্পা চ্যাটার্জী কে আর হেফাজতে নিয়ে তদন্তের প্রয়োজন নেই এবং মক্কেলের জামিন মঞ্জুর করা হোক।
এদিকে সরকার পক্ষের আইনজীবী বাপ্পা চ্যাটার্জী -র জামিনের বিরোধিতা করেন এই কারণ দেখিয়ে যে এখন তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযুক্তর জামিন হয়ে গেলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত এবং ব্যাহত হবে।
দুই পক্ষের শুনানি হবার পর বিচারক জামিন নাকচ করে দেন এবং অভিযুক্তর জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্ত বাপ্পা চ্যাটার্জি কে আগামী ২২ শে সেপ্টেম্বর আবার কোর্টে তোলা হবে।

এ ব্যাপারে আসানসোল কর্পোরেশনের লিগ্যাল এডভাইজার সায়ন্তন মুখার্জীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ” কর্পোরেশনকে নিয়ে একটি মিথ্যা প্রচার চলছিল। কর্পোরেশন অভিযোগ জানিয়েছে। পুলিশ তার তদন্ত করছে এবং মহামান্য আদালত এর বিচার করে উপযুক্ত আইনানুগ সিদ্ধান্ত নেবেন।”
আইন আইনের পথেই চলবে

file photo
এদিকে বর্ষিয়ান আইনজীবী শেখর কুন্ডু বলেন, ” তার মক্কেলের ফেসবুক পোস্ট কোনভাবেই দাঙ্গা করানোর উদ্দেশ্য নিয়ে করা হয়নি যা করপোরেশনের লিগ্যাল এডভাইজারের দ্বারা অভিযোগ করা হয়েছে। বিচারক আগামী ২২ শুনানির দিন ধার্য করেছেন। আইন আইনের পথেই চলবে।”
বস্তুত উল্লেখ্য,
বিজেপির রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জিকে গত শুক্রবার রাতে পুলিশ আসানসোল কর্পোরেশনের একটি ভুয়ো ছবি তৈরি করে পোস্ট করার জন্য তাকে 153/153A/504/505(2)/120B/34 Ipc ধারায় গ্রেপ্তার করে।
আগামী ২২ তারিখ সিডি সমেত তাকে আদালতে পেশ করা হবে। ওই সময় আদালতে আইনজীবী শুভাশিস বসু, ইন্দুভূষণ পান্ডে, পার্থ ঘোষ, প্রদীপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন কোর্ট চত্বরে বিজেপির জেলা সচিব কেশব পোদ্দার, আসানসোল নর্থ ৩ নম্বর মন্ডলের প্রেসিডেন্ট সুদীপ গুহ রায় প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।