BARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsPolitics

বারাবনিতে মাস্ক ও স্যানিটাইজার বিতরন তৃনমুল কংগ্রেসের

Photo by MANOJ SHARMA

বেঙ্গল মিরর, .রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৫ সেপ্টেম্বরঃ করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে একবারে প্রথম দিন থেকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা আশা কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। 
মঙ্গলবার আসানসোলের বারাবনি ব্লকের দোমহানি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংয়ের নেতৃত্বে ও বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে বারাবনি ব্লকের  এএনএম,অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী পঞ্চায়েতের এএসএম কর্মীদের মাস্ক, স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস প্রদান করা হল ।

এই প্রসঙ্গে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিং বলেন,
করোনা ভাইরাস আটকাতে একবারে প্রথম সারিতে কর্মরত কর্মীদের নিরাপত্তার জন্য এই প্রয়োজনীয় জিনিসগুলি বিতরণ করা হলো। সবাইকে মাস্ক , স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস দেওয়া হয়েছে, যাতে সবাই নিরাপদ থাকতে পারে ও সাধারণ মানুষদের পরিষেবা দিতে পারে।

Leave a Reply