Bengali NewsRANIGANJ-JAMURIA

নিখোঁজ ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য

বেঙ্গল মিরর, জামুরিয়া,সত্যেন মুখার্জি:নিখোঁজ ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য জামুড়িয়ায় গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে ইসিএলের শ্রীপুর এরিয়া অফিসের স্টেডিয়ামের পিছনের একটি জঙ্গলের মধ্যে উদ্ধার হল বছর পঞ্চাশের এক ব্যাক্তির ঝুলন্ত দেহ। মৃত ব্যাক্তির নাম বাবলু তুড়ি শ্রীপুর ২ নম্বর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে শ্রীপুর ২ নম্বর এলাকার বাসিন্দা বাবলু তুড়ি গতকাল সকালে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে তার কোনো খোজ পাওয়া যায়নি। আজ সকালে কিছু ছেলে খেলতে গিয়ে স্টেডিয়ামের পিছনে একটি গাছে এক ব্যাক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ও পুলিশে খবর দেয়। জামুড়িয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের দাবি বাবলুকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সঠিক তদন্তের দাবি জানিয়েছে পুলিশের কাছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Leave a Reply