ASANSOLASANSOL-BURNPURBengali News

রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন ইএসআই হাসপাতালের কর্মীরা

রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন ইএসআই হাসপাতালের কর্মীরা

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত , আসানসোল: করোনা পরিস্থিতিতে পশ্চিম বর্ধমানের বিভিন্ন হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে । বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক ঘুরেও রক্তের জোগাড় করতে পারছেন না অসহায় রোগীর পরিবার গুলো।এই পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আসানসোল ই এস আই হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা।শিবিরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন ইএসআই হাসপাতালে -র সুপারিনটেনডেন্ট ডক্টর অতনু ভদ্র, আসানসোল কর্পোরেশনের মেয়র পারিষদ অভিজিত ঘটক , ব্লক সভাপতি গুরুদাস চ্যাটার্জি, উৎপল সিনহা, কাউন্সিলর শ্রাবণী মণ্ডল, শিল্পাঞ্চলের রক্তদান আন্দোলনের পথিকৃৎ প্রবীর ধর ও সমস্ত স্বাস্থ্য কর্মীরা। ওই রক্তদান শিবিরে প্রায় ২০ ইউনিটের মত রক্ত দান করেন ইএসআই হাসপাতালের কর্মীরা।

Leave a Reply