BARABANI-SALANPUR-CHITTARANJANPoliticsWest Bengal

200 টি পরিবার জামগ্রামে টিএমসি তে যোগ দিলো

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি :

বারাবনি ব্লকের
জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিরিজ ডাঙ্গা গ্রামে আজ প্রায় 200 টি পরিবার সিপিএম সিপিআই ছেড়ে তারা আজ টিএমসি তে যোগ দিলো এদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন বারাবনি ব্লক প্রেসিডেন্ট Asit Singh জাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত স্থানীয় মথুর বাউরী স্থানীয় মানুষের ডিমান্ড ছিল যে তাদের রাস্তাঘাট ঠিক করে দিতে হবে খেলার মাঠ এবং আদিবাসীদের জাহিদ খান ঠিকমতো তৈরি করা করে দিতে হবে আজকে তাদেরকে ফুটবল দেয়া হলো আর একটা করে মাক্স বারাবনি থেকে মনোজ শর্মা রিপোর্ট

Leave a Reply