ASANSOLASANSOL-BURNPURBengali NewsKULTI-BARAKARPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

CORONA জয়ী MAYOR কে সংবর্ধনা

CORONA জয়ী MAYOR কে সংবর্ধনা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: করোনা আক্রান্ত হওয়ার পরে কলকাতায় চিকিৎসারত আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালী তিওয়ারি আজ আসানসোল ফিরে এসেছেন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর তারা দুজনেই আসানসোল ফিরে আসেন। সমর্থকরা উভয়ই ভাল থাকায় রীতিমত খুশি। আসানসোল আসার পর তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়। টিএমসি নেতা রবিউল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা আশ্রম মোড়ে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। ওই সময় উপস্থিত তৃণমূল কর্মীরা ফুল বৃষ্টিও করেও স্বাগত জানান।

অন্ডাল ব্লকের কাজোড়া অঞ্চলে তৃণমূল দলের কর্মীরা কাজোড়া বাজারে লাড্ডু বিতরণ করে আসানসোলের মেয়র এবং পান্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারীর প্রত্যাবর্তন উদযাপন করেন।

লক্ষণীয় বিষয় হল, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি করোনায় আক্রান্ত হওয়ার পরে তাঁর স্ত্রী চৈতালী তিওয়ারিও করোনা সংক্রমিত হওয়ার রিপোর্ট আসে। দুজনের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসরণ করে কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। যেখানে উভয়ই চিকিৎসার পর করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।

Leave a Reply