ASANSOLPolitics

রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি

রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল , :সিডিআরও আহবানে ও আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে রবীন্দ্রভবনের সামনে আজ এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।সভার সূচনা করেন ডাঃ স্বাতী ঘোষ।বক্তব্য রাখেন সংখ্যালঘু ও দলিত মঞ্চের স্বপন দাস,এআইসিসিটিইউ এর প্রদীপ ব্যানার্জী,ইফটুর কানাই বার্নওয়াল,শিল্পাঞ্চল সাংস্কৃতিক মঞ্চের রবিউল ইসলাম,আসানসোল পিপলস ফোরামের সৌমেন্দু গাঙ্গুলি, ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের উমেশ দুসাদ।বক্তারা সমাজকর্মী ও ছাত্র নেতা উমর খালিদের গ্রেপ্তারি,বিজ্ঞানী পার্থসারথি রায়কে এনআাইএ শমন পাঠানো ও দিল্লি দাঙ্গায় রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবি দের অভিযুক্ত করার বিরুদ্ধে এবং ভীমা কোঁরেগাও মামলায় ভারভারা রাও সহ সকলের মুক্তির দাবিতে সোচ্চার হন।সঙ্গীত পরিবেশন করেন পবন দাস।সভা পরিচালনা করেন সুমন কল্যাণ মৌলিক।

Leave a Reply