COVID 19NewsWest Bengal

টিএমসির হেভিওয়েট লড়াকু নেতা করোনা পজিটিভ

File photo

বেঙ্গল মিরর, কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত: টিএমসির হেভিওয়েট লড়াকু নেতা করোনা পজিটিভ। করোনা রাজ্যের পঞ্চম মন্ত্রীর ওপর থাবা বসালো। পশ্চিমবঙ্গের হেভিওয়েট নেতা এখন করোনা আক্রান্ত হয়েছেন।

মেদিনীপুরের লড়াকু টিএমসির নেতা শুভেন্দু অধিকারীকে করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। তিনি রাজ্যের পরিবহণ মন্ত্রী। সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত হয়ে পড়েছেন।

তিনি বর্তমানে বাড়িতে বিচ্ছিন্ন। তিনি আবেদন করেছেন যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদেরও করোনায় পরীক্ষা করানো উচিত। তিনি করোনার সঙ্কটের সময়েও জনগণের সেবায় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে ছিলেন।

লক্ষণীয় বিষয়, এর আগেও রাজ্যের অনেক মন্ত্রীর করোনায় সংক্রামিত দেখা গিয়েছে। একই সময়ে,করোনা সংক্রমণের কারণে রাজ্যের দুই বিধায়কের কিছুদিন আগেই মৃত্যু হয়েছে।

Leave a Reply