ASANSOLDURGAPUR

পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উদযাপন হল দুর্গাপুর শিল্পাঞ্চলে।

বেঙ্গল মিরর,দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত:
দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম,দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি এবং দুর্গাপুর অবসর এর উদ্যোগে আজ খুবই উৎসাহ ও উদ্দীপনার সাথে সিটি সেন্টারে অবস্থিত
দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির
এম্পাওয়ার্মেন্ট সেন্টার এ মর্যাদা সহকারে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০১ তম অনুষ্ঠিত হল।
অনুষ্ঠানের সূচনায়
বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
দুর্গাপুর অবসর -এর পক্ষ থেকে বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে একটি গবেষণামূলক পুস্তিকা কোলাহলের বাইরে প্রকাশ করা হয়েছে।দুর্গাপুরের গর্ব কৃতি ছাত্রী স্নেহা বসুকে সম্মানিত করা হয়েছে। তিনি LLB LLM পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন এবং West Bengal Judiciary Exam এ ৩য় স্থান পেয়েছেন।
লকডাউন সময়কাল থেকে নিরবিচ্ছিন্ন ভাবে জীবনের লাইফ লাইন চালু রাখার জন্য দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে সম্মানিত করা হয়েছে।ওই রক্তদান শিবিরে ৮জন মহিলা সহ মোট ৫০ জন রক্তদান করেছেন।
১৭ জন প্রথমবার রক্তদান করলেন। বিশেষভাবে উল্লেখ্য বিভিন্ন বয়সী ৩৯ জন সংখ্যালঘু মানুষ রক্তদান করেছেন।
আজকের শিবিরে রক্তদান করেছেন ডাঃ অর্কজিত মন্ডল,জেমুয়া ভাদুবালা হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নূল হক,আইনজীবি আয়ূব আনসারী, গোপাল কুন্ডু ও মণিদীপা মালাকার এবং দুর্গাপুরের গর্ব স্নেহা বসু। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক কলিমূল হক,শিক্ষারত্ন কাজী নিজামুদ্দিন,অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কাজি আবুল হোসেন, রাণীগঞ্জ সমবায় ব্যাংকের চেয়ারম্যান গোপাল আচার্য, দুর্গাপুর বার এসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখার্জি, বিশিষ্ট আইনজীবী সিরাজুল ইসলাম, কল্লোল ঘোষ,বিশিষ্ট সমাজসেবী রঘুনাথ গাঙ্গুলী,পি কে সামন্ত,বিশিষ্ট চিকিৎসক ডাঃ সমীর ভৌমিক,দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার ইনচার্জ করবী কুন্ডু সহ অনান্য ব্যক্তিবর্গ।দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম শিবির পরিচালনায় সাহায্য করেছে।ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেনদুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি র সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ এ রহমান,দুর্গাপুর অবসর এর সম্পাদক সৃজিত মুখার্জি এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে রাজেশ পালিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply