ASANSOL

আসানসোলে মালগাড়িতে কাটা পড়ে কিশোরীর মৃত্যু।

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৭ সেপ্টেম্বরঃ – রেললাইন পার করতে গিয়ে মালগাড়িতে কাটা পড়ে মৃত্যু হলো এক কিশোরীর। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কালিপাহাড়ি স্টেশনের কাছে। আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ির বাসিন্দা মৃত কিশোরীর নাম সোনম রাজভর (১৮)। আসানসোল রেল পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়ির অদূরে কালিপাহাড়ি স্টেশনের কাছে রেললাইন পার করছিলো সোনম রাজভর। সেই সময় সে কোন মালগাড়িতে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে কিশোরীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।

Leave a Reply