DURGAPUR

মদ বিক্রি নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন দুর্গাপুরে।

বেঙ্গল মিরর, দুর্গাপুর :- মদ সম্পূর্ন নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ। সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সিটি সেন্টারে ‍এম এস এস, ডি এস ও, ডি ওয়াই ও – র বিক্ষোভ প্রদর্শন। এই উপলক্ষে শহরের বিভিন্ন স্তরের মানুষজন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। যেখানে মদের আসক্তিতে ঘর সংসার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সামান্য রোজগার টুকুও নেশার জন্য সংসারের খরচে কাজে লাগছে না। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালানো যাচ্ছে না। যতক্ষণ অবধি এ নীতি প্রত্যাহার না করা হয় ততদিন চলবে আন্দোলন, এই কথা জানিয়েছেন AIDYO জেলা সম্পাদক স্বপন মুন্সি। উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *