ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

Barabani থানার উদ্যোগ নেতাজির মূর্তি Repair হল

Barabani থানার উদ্যোগ নেতাজির মূর্তি Repair

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা : বারাবনি ব্লকের জাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাপিস্টা বিবেকানন্দ ক্লাবে একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি পাথরেরমূর্তি লাগানো হয়েছিল। বেশ কয়েক বছর থাকার পরে কে বা কারা মূর্তিটির চশমা দুটো ভেঙে দেয় 23/ 9 /2020 তারিখে বারাবনি থানায় একটি লিখিত অভিযোগ ক্লাব কর্তৃপক্ষ করেনতারপরে বিভিন্ন শিল্পী কে এনে ক্লাব কর্তৃপক্ষ দেখান যে কিভাবে এটা হবে কিন্তু কেউ ঠিক করতে রাজি হননি অবশেষে বারাবনি থানার উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র মূর্তিতে এর কাজ বারাবনি থানার পক্ষ থেকে নেয়া হলো বাঁকুড়া জেলার শুশুনিয়া কারিগর যারা এই মূর্তিটি বানিয়েছিল তাদেরকে এনে এইটা রিপেয়ার করে দেয়া হলো স্থানীয় মানুষ খুবই খুশি এর মধ্যে হাত বাড়িয়ে বারাবনি থানা দিয়েছেন।

Leave a Reply