ASANSOLCOVID 19

করোনা আক্রান্ত ট্রেন ড্রাইভারের মৃত্যু

বেঙ্গল মিরর, আসানসোল: প্যাসেঞ্জার ট্রেনের ড্রাইভার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ।স্থানীয় এক নার্সিংহোমের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ আসার পর তাকে যখন চেক করা হয় তার অক্সিজেন লেভেল ততক্ষনে অনেকটাই নেমে গিয়েছিল তারপর আর তাকে বাঁচানো সম্ভব হয়নি এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আসানসোল রেলওয়ে স্টেশনে ছুটি দেওয়া হয়েছে বেশকিছু কর্মীদের। তাদের ও করোনা টেস্ট করা হবে।

asansol news
covid 19 logo

Leave a Reply