পথশ্রী প্রকল্প রানিগঞ্জের অনুষ্ঠানে বিধায়ক, ডিএম ও সিপি


বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১ অক্টোবরঃ রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে একসঙ্গে রাজ্য জুড়ে ১২০০০ কিলোমিটার রাস্তার পুননির্মাণ ও রক্ষনাবেক্ষনের জন্য প্রকল্প “পথশ্রী ” র অভিযানের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে করেন। সেই প্রকল্পের অন্যতম হলো আসানসোলের রানিগঞ্জ ব্লকের অন্তর্গত রতিবাটি পঞ্চায়েতের শ্মশান গেট থেকে শ্মশানে রাস্তা। এদিন সেই রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি , রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া।
