BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

CISF 195 মেট্রিক টন কয়লা উদ্ধার করল

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লক সিআইএসএফ এর হেড কমান্ডার শীতলপুর মিথিলেশ কুমার আদেশ অনুসারে আজ জাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের বেগুনিয়া ওসিপি সংলগ্ন এলাকা থেকে 195 মেট্রিক টন কাঁচা কয়লা উদ্ধার করল মোহনপুর সিআইএসএফ ক্যাম্প ইনচার্জ বরুণ ত্যাগী জানান এই কয়লা গুলো ইসিএল এর বেগুনিয়া খোলামুখ খনির রাতের অন্ধকারে এরা চুরি করে বিভিন্ন জায়গায় রাখা ছিল এবং আমাদের গোপন সূত্রে খবর পেয়ে ECL security আর লোকাল পুলিশ কে নিয়ে আমরা সকালে হানা দেয়ার পরে এই কয়লা গুলো পাই আমরাই কয়লাগুলি নিয়ে শিয়ালের কয়লার ডিপো তে রে দেব আর এই অভিযান বেশ এখন কয়েকদিন ধরেই চলবে।

কয়লা উদ্ধার

Leave a Reply