BARABANI-SALANPUR-CHITTARANJAN

চরণপুর জঙ্গল থেকে 21 টন কয়লা উদ্ধার

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি:

বারাবনি ব্লক
সিআইএসএফ হেড কমান্ডার শীতলপুর মিথিলেশ কুমার এর আদেশ অনুসারে আজ বারাবনির চরণপুর জঙ্গল আশেপাশে থেকে 21 মেট্রিক টন কাঁচা কয়লা উদ্ধার করল ভানোরা ওয়েস্ট ব্লক সিআইএসএফ টিম নেতৃত্ব দেন সিআইএসএফ ক্যাম্প ইনচার্জ প্রদীপ বালহারা সকালবেলায় গোপন সূত্র খবর পেয়ে চরনপুরে
সেই কয়লা গুলোকে এনে ভানোরা ওয়েস্ট ব্লক কোলিয়ারি তে কল ডিপুতে রেখে দেওয়া হয় ।

Leave a Reply