KULTI-BARAKAR

দামোদরে তলিয়ে গেল এক শিশু,শোকের ছায়া শিল্পাঞ্চলে

বেঙ্গল মিরর, কুলটি, প্রকাশ দাসঃ-দামোদরে তলিয়ে গেল এক শিশু,শোকের ছায়া শিল্পাঞ্চলে।
দামোদর নদে চান করতে নেমে জলে তলিয়ে যায় আট বছর বয়সী মোহাম্মদ মুসাল্লাম। ঘটনার সূত্রে জানা যায়,কুলটির হাসানপুরা নিবাসী মোহাম্মদ আসলাম তার পুরো পরিবারকে নিয়ে ডিসেরগড় এ মাজারে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। সেখানে তার পরিবার তথা বন্ধুদের সাথে দামোদর নদের চান করতে নেমে পড়লে হয় বিপত্তি। মুসাল্লামকে তলিয়ে যেতে দেখে ছুটে গিয়ে বাঁচানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। পরে কুলটি থানার অন্তর্গত সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যায় আসানসোলের বিপর্যয় মোকাবিলার সদস্যরা। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনা জানাজানি হওয়ায় তার বাড়ি হাসানপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।

Leave a Reply