BARABANI-SALANPUR-CHITTARANJAN

কেকেএসসির গেট মিটিং ভানোরা কোলিয়ারিতে

বেঙ্গল মিরর,মনোজশর্মা, বারাবনি ঃ  বারাবনি ব্লকের ইসিএল( ECL) এর ভানোরা ওয়েস্ট ব্লক কোলিয়ারিতে আজ আইএনটিটিইউসি ব্যানারে কেকেএসসি শ্রমিক সংগঠন গেট মিটিং করা হলো । কেন্দ্র সরকারের বেসরকারিকরণের নীতির বিরুদ্ধে।  উপস্থিত ছিলেনকামালেশ পান্ডে এরিয়া সেক্রেটারি শ্রীপুর, ভোলা হাড়ি, সিন্টু ভূঁইয়া আরমান খান, রামবিলাস গোপ, জনার্দন গোস্বামী রসময় মন্ডল প্রমুখ। এই সভায় বক্তারা বলেন মোদী সরকার কয়লাখনি কে বিক্রী করে দিছে। সরকারি সংস্থা প্রাইভেট মালিকের হাতে তুলে দিছে। এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন করতে হবে। 

Leave a Reply