ASANSOL

লড্ডন কে আরও একটি ধাক্কা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
কথায় আছে যে দুটি তরোয়াল একটি খাপে থাকতে পারে না তবে তৃণমূল কংগ্রেস একটি খাপে দুটির চেয়ে বেশি তলোয়ার রাখছে যা তৃণমূলের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। গোলাম সরোয়ার ওরফে লড্ডনকে কাবু করার জন্য, মন্ত্রী মলয় ঘটক তার সাবেক ওয়ার্ডের প্রাক্তন বাম নেতা শাকিল আহমেদকে তৃণমূলে যোগদান করালেন। মলয় ঘটক এখন লড্ডনকে আরও একটি ধাক্কা দিয়েছেন।

লড্ডন কে আরও একটি ধাক্কা

লড্ডন যদি সংখ্যালঘু সেলের জেলা চেয়ারম্যান হন, তিনি শাকিলকে সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করেছেন । সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক নিয়োগের চিঠি শাকিল আহমেদের হাতে হস্তান্তর করেছেন। এর পরই শাকিলের সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছেন।

একইসঙ্গে মলয় বার্তা দিলেন যে , “তুমি ডালে ডালে চললে, আমি পাতায় পাতায় চলি।”

Leave a Reply