BARABANI-SALANPUR-CHITTARANJAN

দুর্গাপূজা উপলক্ষে 400 শাড়ি বিতরন

বেঙ্গল মিরর,বারাবনি, মনোজ শর্মা ঃ বারাবনি ব্লকের কাপিস্টা তৃণমূলের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রায় 400 শাড়ি বিতরন করা হলো । এই সঙ্গে বারাবনির ব্লক প্রেসিডেন্ট তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং কে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়াতেই সম্বর্ধনা দেয়া হল । উপস্থিত ছিলেন জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ময়না মুর্মু সুভাষ মাজী ফেলু বাউরীকাপিস্টা ষোলআনা দুর্গা পূজা কমিটির সেক্রেটারি আলোক পাল প্রমুখ।

Leave a Reply