পঞ্চায়েতকে আরো ভালো করে কাজ করার পরামর্শ বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির
আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের বৈঠক
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়,আসানসোল, ১৪ অক্টোবরঃ পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে জেলার প্রশাসনিক বৈঠক করা হয়। এদিনের বৈঠকে পঞ্চায়েত স্তর থেকে জেলা স্তর পর্যন্ত উন্নয়ন মুলক কাজ ও বিভিন্ন প্রকল্প নিয়ে সবিস্তারে আলোচনা ও সমীক্ষা করা হয়। এদিনের বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন, আসানসোল পুরনিগমের মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি আসানসোলের মহকুমাশাসক দেবজিৎ গাঙ্গুলি প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পরে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, আগে পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদের কাজের মুল্যায়নের জন্য ৬ মাসের সময় দেওয়া হতো। তারমধ্যে কেউ যদি সেই কাজ করতে না পারে, তাহলে তার ৬ মাসের মধ্যে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে, পরিবর্তন করা যেতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অনুভব করেন যে, বিভাগীয় কাজ বুঝতে ও প্রশিক্ষণ নিতে সেই ৬ মাস পর্যাপ্ত নয়। সেই জন্য সেই নিয়ম ও আইন সংশোধন করে, সেই সময়কে আড়াই বছর করা হয়েছে। এই সময়টা পর্যাপ্ত।
আপনার কুর্সি থাকবে কি থাকবে না, তা আপনার কাজের রিপোর্টের উপর নির্ভর করবে
রাজ্য সরকার এটা চায় যে, জনকল্যাণমুখী প্রকল্প ভালো করে বাস্তবায়িত হোক। যাদের জন্য সেই সব প্রকল্প ও যাদের তা প্রয়োজন তা প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের কাছে তা পৌঁছানোর ব্যবস্থা করুন। কিন্তু কিছু মানুষ এটা ভাবেন যে, কুর্সি বা ক্ষমতা পেলে তা করবো। জেলা প্রশাসন সব কিছুর উপরে নজরদারি করে থাকে৷ কিন্তু আড়াই বছর পরে আপনার কুর্সি থাকবে কি থাকবে না, তা আপনার কাজের রিপোর্টের উপর নির্ভর করবে।
তিনি আরো বলেন, কোন রকম ভেদাভেদ না করে সাধারণ মানুষ দের সেবা দিতে হবে। ধর্ম, রাজনীতি ও সামাজিক কোন স্তরেই কোন রকম ভেদাভেদ করা যাবেনা। কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার সুবিধা শুধু মাত্র বিজেপির নেতা ও কর্মী দের দেওয়া হচ্ছে। বামফ্রন্টের শাসন কালে রিলিফের জিনিসের কোন হিসাব কোনদিনই পাওয়া যেতোনা। কিন্তু বর্তমানে সব প্রকল্প সব মানুষের জন্য।
তিনি আরো বলেন, প্রশাসনের তরফে কাজের জন্য টাকা দেওয়া হচ্ছে। কিন্তু পঞ্চায়েত ভালোভাবে সেই টাকা খরচ করতে পারছে না। জেলাশাসককে তা বৈঠক ডেকে বলতে হচ্ছে। বিধায়ক বলেন, সরকার কাজ করতে চাইছে। তারজন্য আপনাদের সুবিধা দেওয়া হচ্ছে। সেইজন্যই বলছি আপনারাও ভালোভাবে কাজ করুন। যাতে গরীব মানুষেরা তার লাভ পান।