ASANSOL

কৃষি দপ্তরের থেকে ৮ জন কৃষককে হ্যান্ড মিনি ট্রাক্টর ও পাম্প বিতরণ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা ও রিক্কী বাল্মীকি, সালানপুর:সালানপুর ব্লকের কৃষি দপ্তরের পক্ষ থেকে আজ ৮ জন চাষীকে হ্যান্ড ট্রাক্টর ও পাম্প প্রদান করা হলো।এই মিনি পাওয়ার টিলার গুলি ক্রয় করার জন্য রাজ্য সরকারের তরফে ৫০% অর্থ প্রদান করা হয়েছে।
মিনি হ্যান্ড ট্রাক্টর গুলি দাম হল ৯৬ হাজার টাকা ও জলের পাম্প গুলি দাম ২৫ হাজার টাকা এবং সাবসিডি হিসাবে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।


এই প্রসঙ্গে সালানপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে আজ ৮ জন চাষীকে হ্যান্ড ট্রাক্টর ও পাম্প প্রদান করা হলো।এই আধুনিক সরঞ্জাম পেয়ে সালানপুর অঞ্চলের চাষীরা উপকৃত হবে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অধিকর্তার রাজর্ষি ব্যানার্জি,
বি.টি.এম উদয়ন দাস,সুরোজ কুমার নুনিয়া,সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

Leave a Reply