ASANSOLASANSOL-BURNPURKULTI-BARAKARPANDESWAR-ANDAL

এডিপিসির ৩ জন ডিসি সহ রাজ্যে ১০ জন আইপিএস , বদলির নির্দেশ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ৩ জন ডিসি সহ রাজ্য পুলিশের ১০ জন আইপিএস সহ ২১ পুলিশ আধিকারিক বদলি করা হয়েছে।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্র্যাফিক পুষ্পাকে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের ডিসি ট্রাফিক করা হয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের আনন্দ রায়কে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্র্যাফিক করা হয়েছে।

একই সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল সায়ক দাসকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি শ্রীরামপুর করা হয়েছে।

ঈশানি পাল হবেন
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল। তিনি চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি শ্রীরামপুর ছিলেন।

এডিপিসি এর ডিসি ওয়েস্ট অনামিত্র দাসকে রাজ্য সশস্ত্র পুলিশের সপ্তম ব্যাটালিয়নের
কমান্ডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

অনামিত্র দাসের জায়গায়
এডিপিসি – তে ডিসি ওয়েস্ট হিসেবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক বিশ্বজিৎ মাহাতোকে আনা হয়েছে।

Leave a Reply