জেলা হাসপাতালে আসিটাবুলাম ফিক্সেশনের সফল অপারেশন প্রথমবার
করলেন অর্থোপেডিক সার্জেন ড: নির্ঝর মাজি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জেন ড: নির্ঝর মাজি আসিটাবুলাম ফিক্সেশন (কোমরের বল যে কাপ এর মধ্যে থাকে তার অপারেশন)
এর প্রথমবার সফল অপারেশন করেছেন। এই অপারেশনের সহযোগিতা করেছেন অ্যানাস্থেসিস্ট ড: অদিতি গুপ্ত।




জেলা হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন, “হাসপাতালের অর্থোপেডিক সার্জেন ড: নির্ঝর মাজি আসিটাবুলাম ফিক্সেশন এর সফল অপারেশন করে নজির সৃষ্টি করলেন। এর আগে হাসপাতালে এরকম অপারেশন করা কখনও
সম্ভবপর হয়নি। এটি একটি উদাহরণ হয়ে রইল। রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে ওয়ার্ডে স্থানাতরিত করে দেওয়া হয়েছে।”
