ASANSOLBengali NewsKULTI-BARAKAR

কালী মন্দিরের উদ্বোধন শীতলপুরে

বেঙ্গল মিরর রাজা বন্দোপাধ্যায়,কুলটি। আসানসোল পৌর কর্পোরেশনের কুলটি শীতলপুর রাজওয়ারপাড়াতে কালী মন্দিরের উদ্বোধন করেন পৌর কর্পোরেশন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ও পাণ্ডেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এই উপলক্ষে জিতেন্দ্র তিওয়ারি বলেন যে নেতৃত্ব দেয় তার দায়িত্ব মানুষের আশা পূরণ করা। আশা পূরণ করলে জনগণও তাকে সমর্থন করে। আপনারা এখানে উন্নয়নের সাথে মায়ের মন্দিরের আশা করেছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এই মন্দিরটি তৈরি হয়েছে দিদির কারণে আমরা আপনাদের সবার ভালবাসা পাচ্ছি এখানে। দিদি আমাদের একটি সুযোগ দিয়েছিল তাই আমরা আপনাদের কাজ করতে সক্ষম হয়েছি। তাই প্রত্যেকের মা কালীকে প্রার্থনা করা উচিত যে আমাদের দিদি সুস্থ থাকেন, তবেই বাংলার মানুষ সুখী থাকবে। সর্বদা দিদিকে প্রেম ও সমর্থন করুন। মন্দিরটি একটি পবিত্র স্থান, এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। এখানে উপস্থিত ছিলে বিমান আচার্য়া, অভিজিত আচার্য়া প্রমুখ।

Leave a Reply