ASANSOLASANSOL-BURNPUR

Chamber ELECTION RESULT : ২২ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল চেম্বার অফ কমার্সের ,কার্যনির্বাহী সদস্যদের তালিকা ফলাফল প্রকাশের পরে প্রকাশ করা হয়েছে।২২ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এবং অন্যান্য পদের ভোট গণনা চলছে।

২২ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

২২ কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছে মুকেশ টোডি , সুব্রত চ্যাটার্জী (বুলু দা) , হর্ষ
খানডেলওয়াল, সুদীপ আগরওয়াল, নিরঞ্জন আগরওয়াল, গৌরীশঙ্কর আগরওয়াল, শঙ্কর শর্মা, হরি নারায়ণ আগরওয়াল, জিগনেশ প্যাটেল, বিনোদ কেডিয়া, অশোক আগরওয়াল, সত্যনারায়ণ আগরওয়াল, বিশাল গুপ্ত, অভয় বরনওয়াল, সি মুরালি, রাজু আগরওয়াল, সুনীল সোনকর, অজয় ​​সাহা, অজয় ​​গুপ্ত, দীনেশ পোদ্দার, সুনীল কুমার, অমিত আগরওয়াল নির্বাচিত হয়েছেন।

Leave a Reply