LatestNewsWest Bengal

রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের ব্যাপক রদবদল, ৩৪ জন এডিএম বদলির নির্দেশ

By Souradipto Sengupta

বেঙ্গল মিরর, কলকাতা : রাজ্যে প্রশাসনিক স্তরে আবার ব্যাপক রদবদল। ৩৪ জন এডিএম এর বদলির নির্দেশ। রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ফলে আগে পুলিশ ও প্রশাসনিক পর্যায়ে ব্যাপক রদবদল শুরু হয়েছে। এখন রাজ্যের ৩৪ জন অতিরিক্ত জেলা শাসকসহ ৪৬ জন প্রশাসনিক আধিকারিকদের বদলি করা হয়েছে। এর আগে আইএএস এবং আইপিএস অফিসারদের বদলি করা হয়েছে। ব্লক পর্যায়েও একইরকম বড় রদবদল হয়েছে।

34 एडीएम बदले गए

34 एडीएम बदले गए

Leave a Reply