ASANSOLNews

সরকারী নির্দেশ মেনে ছট পুজো পালন করা উচিত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি রেলপার অঞ্চলের তাপসী বাবা ছট ঘাট এবং কাল্লা অঞ্চলের প্রভু ছট ঘাট পরিদর্শন করেন। তিনি বলেন, পৌরসভায় প্রদত্ত সুযোগ-সুবিধাগুলি প্রতি বছর ছটের সময়ে এখানে করা হয়। এ বছর নিয়ম মেনে সমস্ত কিছু করার জন্য যে কাজ চলছে তার দেখভাল তিনি করে চলেছেন। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী সমস্ত কিছুর ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন যে করোনার সঙ্কটের কারণে এবার সরকারী নির্দেশ মেনে ছট পুজো পালন করা উচিত। প্রভু ছট ঘাটে কর্পোরেশন ছাড়াও ওই জায়গার স্থানীয় কমিটি প্রচুর প্রশংসনীয় কাজ করেন। এবারও এখানকার দলটি সেবায় নিয়োজিত থাকবেন। ছট চলাকালীন, ভক্তদের যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয় তার খেয়াল রাখা হবে। ছট ঘট পরিদর্শনের সময় প্রাক্তন কাউন্সিলর দীপক সাউ, সমাজসেবী কৃষ্ণ প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply