Asansol ধাদকাতে আগুন, বৃদ্ধার মৃত্যু, দোকান ভস্মীভূত





বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : Asansol ধাদকাতে আগুন, বৃদ্ধার মৃত্যু। আসানসোল উত্তর থানার অন্তর্গত তপসী বাবা মোড়ের কাছে একসাথে বেশ কয়েকটি দোকান ও ঝুপড়িতে হঠাৎ আগুন লেগে যায়, আগুনের কারণে রেলপারে দক্ষিণ ধাদকা, আর কে ডাঙ্গাল ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় এলাকা অন্ধকারে ডুবে যায়। এই ঘটনায় এক জন বৃদ্ধা পুড়ে মারা গেছে। কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে








খবর পেয়ে ঘটনাস্থলে দমকলকর্মী এবং বিদ্যুৎ বিভাগের দল উদ্ধারকার্য চালায়। প্রতক্ষ্যদর্শীরা আশঙ্কা করছেন সম্ভবত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন জায়গায় পটকা ফাটানো হচ্ছিল, সম্ভবত কোনো ফটকার আগুনের ফুলকি থেকে ওই আগুন লাগে বা প্রদীপ ও মোমবাতির আগুনে পুড়ে গেছে।


