হটনরোড ইসলামপুরে বাড়ির অদূরে পুকুর থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার চাঞ্চল্য
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৩ নভেম্বরঃ বাড়ির অদূরে পুকুর থেকে এক প্রৌঢ়র দেহ উদ্ধার হওয়ার ঘটনায় সোমবার সকালে আসানসোল দক্ষিণ থানার মাষ্টার পাড়ার রামতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসানসোলের মাস্টার পাড়ার ইসলামপুরের বাসিন্দা মৃত প্রৌঢ়র নাম মহঃ সেলিম আনসারি (৬০)।



পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরবেলা কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যান মহঃ সেলিম আনসারি। বাড়ির লোকেরা বাড়ির আশপাশে খুঁজে তাকে পাননি। সকাল সাড়ে আটটার সময় ইসলামপুরের অদূরে রামতলা সংলগ্ন পুকুরে এক প্রৌঢ়র দেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর পেয়ে মহঃ সেলিম আনসারির বাড়ির লোকেরা সেখানে আসেন। তারা তাকে সনাক্ত করেন। এরপর তাকে পুকুরের জল থেকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঐ প্রৌঢ় কোন কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে আত্মঘাতি হয়েছেন। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।