ASANSOLBihar-Up-JharkhandKULTI-BARAKAR

খনি কর্মীর অস্বাভাবিক মৃত্যু,চাঞ্চল্য

ঝাড়খণ্ডের নিরসার চাঁপাপুর কোলিয়ারির বাসিন্দা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়,আসানসোল, ২৩ নভেম্বরঃ খনি কর্মীর অস্বাভাবিক মৃত্যু,চাঞ্চল্য । অস্বাভাবিক মৃত্যু হলো এক খনি কর্মীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। ঝাড়খণ্ডের নিরসার চাঁপাপুর কোলিয়ারির বাসিন্দা মৃত খনি কর্মীর নাম বৈদ্যনাথ কর্মকার (৫১)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে খনি কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, বৈদ্যনাথ কর্মকার বিসিসিএলের নিরসার চাঁপাপুর কোলিয়ারিতে চাকরি করতেন। সোমবার সকালে বাড়ির লোকেরা তাকে আসানসোলের কুলটিতে ইসিএলের শাঁকতোড়িয়া হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ জানায়, গত দুদিন ধরে বৈদ্যনাথ কর্মকার অসুস্থ ছিলেন। এদিন সকালে তিনি অচৈতন্য হয়ে পড়লে, বাড়ির লোকেরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা গেছে ঠিক কি কারণে ঐ খনি কর্মীর মৃত্যু হয়েছে।

Leave a Reply