DURGAPURHealth

Health World এ চিকিৎসায় গাফিলতির অভিযোগের সরকারী তদন্ত

ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কে তদন্ত করার নির্দেশ

বেঙ্গল মিরর, বিশেষ সংবাদদাতাঃ Health World এ চিকিৎসায় গাফিলতির অভিযোগের সরকারী তদন্ত। দুর্গাপুরের বাসিন্দা শুভজিত রায় তার মা শ্রীমতী অঞ্জলী রায় কে  গত ২০শে জুন Cardiac Arrest এ হারান। তার অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর  মহুকুমা শাসক পশ্চিম বর্ধমান (C.M.O.H) কে হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন এবং C.M.O.H সেই নির্দেশ A.C.M.O.H দুর্গাপুরকে দিলেও (03.08.2020) সেই তদন্ত এখনও পর্যন্ত অগ্রসর হয়নি। শুভজিত বাবু মানসিক ও শারিরিক ভাবে বিপর্যস্ত হয়েও হাল ছাড়েন নি। তিনি আইনমন্ত্রী মলয় ঘটকের নিকটও এই বিষয়ে অভিযোগ করেন। কিন্তু তাতেও কোন ফল না হওয়ায় তিনি স্বাস্থ্য দফতর ও মাননীয়া মুখ্যমন্ত্রীর নিকট ও অভিযোগ জানান। এই বিষয়ে প্রাক্তন সংসদ ডাঃ মুমতাজ সঙ্ঘমিত্রাও মুখ্যমন্ত্রীর নিকট চিঠি Forward করেন।

Health world hospital file photo

    অবশেষে স্বাস্থ্যদফতরের নির্দেশ অনুযায়ী গত ১৪ই অক্টোবর W.B.C.E.R.C এর মারফৎ এক দীর্ঘ শুনানি হয়। জার ভিত্তিতে কমিশনের নির্দেশ মারফৎ ঘটনাটি W.B.M.C-র নিকট প্রেরন করা হয় সঠিক তদন্ত ও উপযুক্ত প্রতিবিধানের জন্য। 

এই আশায় এখন বুক বাঁধছেন শুভজিত রায়। তার আশা সঠিক তদন্ত মারফৎ প্রকৃত সত্য উদঘাটন হোক এবং অমানবিক ও ঘাতক চিকিৎসক ডাঃ উপেন কুমার শাহ‌ এর Medical Licence বাতিল করা ছাড়াও Health World যে বর্তমানে সমস্ত রোগী ও তাদের পরিবারের নিকট ত্রাসের সঞ্চার করেছে এবং  Clinical Est. Act. 2017 , Human Rights  Act. 1984 যে সম্পূর্ণ লঙ্ঘন করেছে এবং চিকিৎসার নামে যে অনৈতিক মুনাফা শুরু করেছে তার প্রকৃত অনুসন্ধান মারফৎ সরকার ও প্রশাসন যথা শীঘ্র সম্ভব উপযুক্ত আইনি  পদক্ষেপ গ্রহন করুক। এই ব্যাপারে সমস্থ মানব অধিকার কমিশনকে এক হয়ে নাগরিক সচেতনতা গড়ে তোলাও একান্ত আবশ্যক বলে শিল্পাঞ্চলের বিশিষ্ট মহলের আভিমত। এ বিষয় নিয়ে হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল বা অভিযুক্ত ডাক্তারের কোনো মন্তব্য পাওয়া যায়নি     ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *