Bengali NewsDURGAPUR

পথিকৃত ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বেঙ্গল মিরর, দুর্গাপুর: আজ দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত ৩ নং ওয়ার্ডে পথিকৃত ক্লাব ও গৌরী দেবী হসপিটাল এর যৌথ উদ্যোগে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হল। এই শিবিরে উপস্থিত ছিলেন পৌরমাতা ধৃতি ব‍্যানার্জি জালান।  এই শিবিরে এলাকার অনেকেই স্বাস্থ্য পরীক্ষা করান । ধৃতি ব্যানার্জি জালান বলেন আমরা দিদির সৈনিক হিসেবে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি ।

Leave a Reply