ASANSOLKULTI-BARAKARLatest

দিনে দুপুরে তালা ভেঙ্গে চুরি

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, কুলটি: দিনে দুপুরে তালা ভেঙ্গে চুরি।বুধবার সকাল ১১টা নাগাদ কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত কল্যানেশ্বরী অজিতেশ নগরের বাসিন্দা পারস মাহাতোর বাড়ির পিছনের দরজার তালা খুলে চোরের দল বাড়ির ভিতরে ঢুকে মাটির ভাঁড় ভেঙ্গে কয়েক হাজার টাকা সহ পায়ের নপুর ও মোবাইল ফোন নিয়ে চম্পট দিলো।


এই প্রসঙ্গে পারস মাহাতো জানান বুধবার দিন প্রতি দিনের মতো সে টেম্পু নিয়ে কাজে বার হয়ে পড়েন বাড়িতে তার স্ত্রী ছিলেন।
তার স্ত্রী প্রায় সকাল ১১টা নাগাদ বাড়িতে তালা লাগিয়ে সামনে তার বাপের বাড়ি কল্যানেশ্বরী মন্দিরের নিকট গিয়েছিলেন বিশেষ কাজ সরূপ ৫মিনিট পর সে বাড়ি ফিরে আসে,বাড়ির তালা খুলে দেখে পিছনের দরজার খোলা রয়েছে মাটির ভাঁড়টি ভেঙ্গে ফেলা হয়েছে তার মধ্যে থাকা টাকা গুলি নেই,আর সে দেখে বিছানা পত্র ওলট-পালট করা রয়েছে বিছানার নিচে থাকা পায়ের নূপুর ও মোবাইল ফোন দুটি নেই,সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তার স্বামী পারসবাবুকে।

পারসবাবু বাড়ি এসে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশকে খবর দেয় পুলিশ বাড়িতে এসে সব কিছু দেখে যায়।এই ঘটনার অভিযোগ করা হয় চৌরাঙ্গী ফাঁড়িতে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের ছায়া নেমে এসেছে।

Leave a Reply