ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsKULTI-BARAKARRANIGANJ-JAMURIA

কয়লা , লোহা, বালি পাচার, জুয়া সাট্টা, সরকারি জমি দখল বন্ধ করার দাবি

সমস্ত থানা ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করল সিপিআইএম

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জি, রানীগঞ্জ :
পশ্চিম বর্ধমান জেলায় সমস্ত থানা ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করল সিপিআইএম । রানিগঞ্জ থানার ঘেরাও কর্মসূচিতে বিধায়ক রুনু দত্ত অভিযোগ করেন
“এই সরকার দুয়ারে সরকারের নয়,এই সরকার দুর্নীতির সরকার
কয়লার , লোহা, বালি পাচার, জুয়া সাট্টা, সরকারি জমি দখল বন্ধ করার দাবিতে ও এসএসসি তে রাজ্য সরকারের দুর্নীতির ফলে কয়েক হাজার পরীক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত এইসব দাবি-দাওয়া নিয়ে ডলফিন ময়দান থেকে মিছিল করে রানীগঞ্জ থানা ঘেরাও সিপিআইএম পার্টির।

পুলিশ প্রশাসন নাকের ডগায় অবৈধ পাচার

রানীগঞ্জ বিধায়ক রুনু দত্ত আরো অভিযোগ করেন পুলিশ প্রশাসনের একাংশের মদতে রানীগঞ্জ এলাকায় অবৈধ কয়লা, বালি সাট্টা সহ একাধিক অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে। পুলিশ প্রশাসন নাকের ডগায় অবৈধ পাচার হল কোন অজানা কারণে প্রশাসন নির্বিকার। একের পর এক খুনের ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন এখনো সেই খুনের কিনারা করতে পারেননি। দ্রুত এ সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। অভিযোগ করেন এলাকার কয়লা ও বালির টাকা কালীঘাটে পৌঁছাচ্ছে।সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির একাধিক নেতা ও পুলিশ প্রশাসনের একাংশ জেল খাটবে।

ব্লক সভাপতি হচ্ছেন থানার ওসিরা

তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি হচ্ছেন থানার ওসিরা।রাতের অন্ধকারে চিনকুঠি কারখানার মেশিন চুরি হচ্ছে তবুও পুলিশ চুপ। রানীগঞ্জ দামোদর নদীতে অবৈধভাবে বালি চুরি হওয়ার ফলে সেখানকার নদীর গতি রেখা বদলে যাচ্ছে যার ফলে নিত্যদিন কিছু না কিছু দুর্ঘটনা ঘটে চলেছে। অবৈধ কারবারিরা যেভাবে রানীগঞ্জের বুকে অবৈধ কয়লা ও বালি চলার ফলে রানীগঞ্জের ভৌগলিক অবস্থান ধীরে ধীরে অবনতির পথে যাচ্ছে
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিবেক হোম চৌধুরী,দেবিদাস ব্যানার্জী, নারায়ণ বাউরি, সঞ্জয় প্রামাণিক সোমনাথ চ্যাটার্জি সহ কর্মীবৃন্দ।

Jamuria police station gherao photo dhananjay tiwari

বারাবনি থেকে মনোজ শর্মা, রিপোর্ট

Barabani thana gherao

বারাবনি সিপিআইএম বারাবনি এরিয়া কমিটির পক্ষ থেকে বারাবনি থানা ডেপুটেশন দেওয়া হলো পাঁচ দফা দাবি নিয়ে দাবিগুলো হলো এলাকায় লোহা কয়লা বালি বন্ধ করতে হবে
থানায় কোন রাজনৈতিক আলোচনায় থানায় কাজ হচ্ছে এটা বন্ধ করতে হবেএইরকমই পাঁচরকম দাবি নিয়ে সিপিআইএমের পার্টি অফিস থেকে রেলি বার করা হয় পরে সেই রেলি টি শেষ হয় বারাবনি থানায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মনোজ দত্ত কল্যান সিংহ তীর্থঙ্কর পাত্র শ্যামল মাঝি তপন দাস শেখ শফিক।

Kulti police station gherao photo sanjiv yadav

Leave a Reply