তৃণমূলের নেতা কর্মীরা লাইন দিয়েছে বিজেপিতে যোগ দেবার জন্য
সালানপুর ব্লকে বিজেপির যুব মোর্চার উদ্যোগে ঐতিহাসিক মিছিল
বেঙ্গল মিরর, মনোজ শর্মা ,সালানপুর:-শুক্রবার দিন সালানপুর ব্লকের বিজেপির যুব মোর্চার উদ্যোগে আছড়া বিজেপি দলীয় কার্যালয় থেকে রূপনারায়ানপুর বাস স্ট্যান্ড পর্যন্ত রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর উপস্থিত অনুষ্ঠিত হয় আর নয় অন্যায় কর্মসূচির ঐতিহাসিক মিছিল।যেখানে সাধারণ মানুষের ভিড় উপড়ে পড়ে।
এই দিন প্রথমে তারা আছড়া থেকে পাঁয়ে হেঁটে মিছিল করে যান,তারপর রূপনারায়ানপুর অঞ্চলে শ্রীকৃষ্ণপল্লীতে বিজেপির দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন করেন।




তারপর আর নয় অন্যায় ও আর নয় বেকারত্ব কর্মসূচির এই ঐতিহাসিক মিছিলটি গিয়ে পৌঁছায় রূপনারায়ানপুর বাস স্ট্যান্ড ওই জায়গায় একটি পথসভার করেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
এই মঞ্চ থেকে তীব্র কড়া ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ তিনি বলেন সময় বদলে গেছে তৃণমূল কংগ্রেস শেষ,তৃণমূলের নেতা কর্মীরা লাইন দিয়েছে বিজেপিতে যোগ দেবার জন্য,এই তৃণমূল শুধু মাত্র বাংলার মানুষকে ঠকিয়েছে মিথ্যা বলে সরকার গঠন করেছে দশ বছর হয়ে গেলো কিন্তু একটা যুবক চাকরি পায়নি।বাংলায় শিল্প বলে কয়লা চুরি,গরু পাচার,বালি আর জমি ছাড়া কিছু বুঝে না।আর এই টাকার কাটমানি যায় ভাইপোর কাছে, আজ ভাইপোর জন্য লাইন ধরে তৃণমূল ছেড়ে বিজেপির যোগ দেওয়ার জন্য লাইন দিয়েছে তাদের উদ্দেশ্য বলে রাখি আগে যেসব কর্মীদের উপর অত্যাচার করেছেন তাদের কাছে ক্ষমা চান তবে হয়তো যোগদান করানোর কথা ভাববো।
আর কয়েক দিন তারপর বাংলায় আসছে বিজেপির সরকার
এই মঞ্চ থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন আর কয়েক দিন তারপর বাংলায় আসছে বিজেপির সরকার গঠন করবে নিশ্চিত তা আজ সবাই বুজতে পেরেছে তাই তৃণমূল ছেড়ে বিজেপি লাইন দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা,কিন্তু এত সহজে আসা যাবে না আগে কান ধরে উঠবস করবে তবে বিজেপিতে যোগদান করানো হবে।আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে মিথ্যা কথা বলে এসেছে,চাল চুরি থেকে কয়লা,গরু,বালি,জমি বিক্রি করে পরিবারের লোককে বড়লোক করেছে আর শিল্পের নামে চপ ছাড়া কিছু করেননি মানুষ বুঝে গেছে তাই মানুষ আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই মানুষ বিজেপির সঙ্গে।রূপনারায়ানপুর অঞ্চলের মানুষ চাই এই রূপনারায়ানপুরকে পৌর সভায় রূপান্তরিত করার আমি কথা দিয়ে যাচ্ছি সরকার গঠন করার পর রূপনারায়ানপুর মানুষ কে প্রথম পুরস্কার হিসেবে পৌর সভা করে দেবো।তাছাড়া এই অঞ্চল থেকে সিন্ডিকেট রাজ শেষ করে দেবো।শুধুমাত্র আর কয়েক দিন অপেক্ষা করুন।