ASANSOLASANSOL-BURNPURBengali News

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তি গড়লেন ভাস্কর্য সুশান্ত রায়

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৯ ডিসেম্বরঃ এবার প্রয়াত চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তি তৈরী করলেন আসানসোল ভাস্কর্য সুশান্ত রায়। শনিবার সন্ধ্যায় আসানসোলের বিএনআর ব্রিজের অদূরে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে অভিনেতার মোমের মূর্তির আবরণ উন্মোচন উপলক্ষে আর্ট গ্যালারিতে ভাস্কর্য সুশান্ত রায়ের বিভিন্ন হাতের কাজের প্রদর্শনী করা হয়। ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে তার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমত্বানন্দজী মহারাজ, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ ও আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য অভিজিৎ ঘটক।

মন্ত্রী বলেন, সুশান্ত রায়ের হাতের কাজ অসাধারণ। বাংলা বা দেশেই নয়, বিদেশেও তার কাজ খ্যাতি লাভ করেছে। সে আমাদের আসানসোলের গর্ব।
অন্যদিকে, সুশান্ত রায় বলেন, আমি ৫ বছর ধরে ভাবছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তি গড়বো। কিন্তু সময় করে উঠতে পারছিলাম। কিন্তু উনি মারা যাওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে ফেলি এবার করবোই। আমার তার এই মূর্তি গড়তে ৪৫ দিনের মতো সময় লেগেছে। তবে একটা আফশোস থেকে গেলেও, তাকে আমার হাতের তৈরী তার মূর্তি দেখাতে পারলাম না। আমার সংগ্রহশালায় এই মূর্তি রাখবো।
এদিনের অনুষ্ঠানে সুশান্ত রায়ের কন্যা স্নেহা রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *