ASANSOLBengali NewsLatestNewsPURULIA-BANKURAWest Bengal

লালার নামে জামিন অযোগ্য গ্রেফতারী পরোয়ানা জারি করলো সিবিআই আদালত

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ ডিসেম্বরঃ পুরুলিয়ার বাসিন্দা কয়লা কারবারি লালা ওরফে অনুপ মাজির নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো বৃহস্পতিবার। আসানসোলে সিবিআই আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে আবেদন করে বলা হয় তাকে এর আগে তিনবার তাকে নোটিশ দেওয়া হয়েছিল । লালার কলকাতা ও পুরুলিয়া বাড়ি ও অফিসে যাওয়া হয়েছিল। তাকে কোথাও পাওয়া যায়নি। নোটিশ দেওয়ার পরেও সে আসেনি । তার পরিপ্রেক্ষিতেই এই আবেদন আদালতে করা হয়েছে । সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আসানসোলের সিবিআই আদালত লালার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ।

File photo


অনুপ মাজির বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ আছে। লালার পাশাপাশি তার সহযোগীদের বাড়িতেও তল্লাশি করেছে আয়কর দপ্তর। একইভাবে তাদের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। লালার বিরুদ্ধে ১৫০ কোটি টাকার বেশি ভুঁয়ো কোম্পানির মাধ্যমে হাওলায় টাকা পাঠানোর অভিযোগ আছে।
একইভাবে সিবিআই ও আয়কর দফতর ইসিএলের আধিকারিকদের বাড়ি ও ইসিএলের অফিসেও হানা দিয়েছে।

Leave a Reply