ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIA

রানিগঞ্জে তিনটি চার চাকা গাড়ি পুড়ল

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জি, রানিগঞ্জ: রানিগঞ্জে তিনটি চার চাকা গাড়ি পুড়ল ।রাণীগঞ্জ বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান সিধান মন্ডল তার গির্জা পাড়ার বার্নস অফিসে গতকাল গভীর রাতে তার তিনটি চার চাকার গাড়ি শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে জানান।সিধান মণ্ডল বলেন যেখানে গাড়ি থাকে সেখানে খড়ের ছাউনি দেওয়া ছিল বলে সে ছাউনিতে প্রথমে আগুন লাগে তারপর আস্তে আস্তে তিনটি গাড়িতে আগুন ছড়িয়ে যায়। দ্রুত দমকলে খবর দিলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারনে এই আগুন রানীগঞ্জ থানার পুলিশ এই বিষয়ে তদন্ত করছে বলে জানা যায়।

Leave a Reply