ASANSOLLatestRANIGANJ-JAMURIA

ট্রাক চাপা পড়ে এক প্রবীণ ঠেলা চালকের মৃত্যু, ব্যাপক বিক্ষোভ ও ট্রাকে ভাঙচুর

বেঙ্গল মিরর,আসানসোল। শনিবার সন্ধ্যায় জামুড়িয়ার কেন্দা ফাঁড়ির অন্তর্গত খাস কেন্দা ব্যাংক মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এক বালিবোঝাই বড় ট্রাক চাপা পড়ে এক প্রবীণ ঠেলা চালকের মৃত্যু কে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও ট্রাকে ভাঙচুর শুরু হয় ।একই সঙ্গে মৃত ব্যক্তির ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করা হয় । অবরোধের কারণে ষাট নম্বর জাতীয় সড়কের দুদিকেই বিরাট যানবাহনের লাইন পড়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। কিন্তু এই খবর লেখা পর্যন্ত এখনো অবরোধ চলছে জানা গেছে। মৃত ব্যক্তির নাম আনন্দ বাউরী (৬৮)। তার বাড়ি খাস কেনদার সিনেমা মোড়ের কাছে।

শনিবার সন্ধ্যায় হরিপুরের দিক থেকে বালি বোঝাই একটি বড় ট্রাক রানীগঞ্জের দিকে যাওয়ার সময় ওই ঠেলা চালককে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষেরা ছুটে আসেন এবং ওই জাতীয় সড়ক অবরোধ করেন। ট্রাকের চাকায় পিষ্ট হওয়া দেহটি ও টেনে বের করা হয় ততক্ষণে ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও আসে ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখান দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে নিয়ম না মেনেই অবাধে দিনভর বালি ও কয়লার ট্রাক ডাম্পার যাতায়াত করে এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

Leave a Reply