বিজেপির তপশীল মোর্চার উদ্যোগে আর নয় অন্যায় কর্মসূচি, সালানপুর ব্লকের কল্যানেশ্বরী মোড়ে পথসভা
বেঙ্গল মিরর , মনোজ শর্মা, সালানপুর:- রবিবার দিন বিজেপির তপশীল মোর্চার উদ্যোগে আর নয় অন্যায় কর্মসূচি ঘিরে সালানপুর মন্ডল সভাপতি গোপাল রায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয় পথসভা।
যেখানে এই সভায় শুভারম্ভ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত শুনিয়ে।
এই অনুষ্ঠানে মধ্য দিয়ে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয় আর কোনো অত্যাচার বাংলার মানুষ সহ্য করবে এবার হবে বদল আসবে বিজেপির সরকার।
এই সভা থেকে তপশীল মোর্চার সভাপতি সুমন্ত মণ্ডল বলেন রাজ্যের মানুষ বর্তমান সরকার থেকে ক্ষিপ্ত হয়ে পড়েছে।তাই আগামী দিনে ২০০বেশি আসন নিয়ে বিজেপি সরকার গঠন করবে এইটা নিশ্চিত।
তাছাড়া এই তৃণমূল সরকার চুরি ছাড়া কিছু জানে না তারা উন্নয়ন করে না তারা শুধুমাত্র জানে গুন্ডা গিরি আর সিন্ডিকেট তাই আর কোনো অন্যায় মানুষ সহ্য করবে না।
তাছাড়া এই পথসভায় উপস্থিত জেলা সম্পাদক তথা তপশীল মোর্চার পর্যবেক্ষক রামনন্দ পাঠক,জেলার অসংগঠিত ক্ষেত্রে মজদুর মোর্চার জেলা সম্পাদক মনোজ তেওয়ারী,ব্লকের সাধারণ সম্পাদক মনোজ বাউরি,বিশ্বজিৎ তেওয়ারী,জেলা কমিটির সদস্য শুভাশীষ ভট্টাচার্য,দিবাকর পাল, মবিন খান,মহিলা নেত্রী মুনমুন ভট্টাচার্য সহ আরো অনেকে।