RANIGANJ-JAMURIA

রানিগঞ্জের ২ নং জাতীয় সড়কে দূর্ঘটনা, ট্রেলারের সঙ্গে মারুতি সংঘর্ষ, মৃত এক, আহত এক

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জি ও রাজা ব্যানার্জি, আসানসোল, ৩০ ডিসেম্বরঃ রানিগঞ্জের ২ নং জাতীয় সড়কে দূর্ঘটনা ট্রেলারের সঙ্গে মারুতি গাড়ির সংঘর্ষে মৃত্যু হলো একজনের। আহত হয়েছে আরো একজন। বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার মঙ্গলপুর ওভারব্রিজে ২নং জাতীয় সড়কে। মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায় নি। অঙ্গাত পরিচয় মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। দূর্গাপুরের ভিড়িঙ্গির বাসিন্দা অশোক বাদ্যকর (৫৬) আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।

রানিগঞ্জের ২ নং জাতীয় সড়কে দূর্ঘটনা,


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় আসানসোলের দিক থেকে একটি মারুতি ভ্যান দূর্গাপুরের দিকে যাচ্ছিলো। রানিগঞ্জ থানার মঙ্গলপুর ওভারব্রিজে সামনে যাওয়া একটি ট্রেলারের পেছনে সজোরে ধাক্কা মারে ঐ মারুতি গাড়িটি। সেই ধাক্কায় ট্রেলারের পিছনে । মারুতি গাড়ির চালক ও পাশে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হয় । খবর পেয়ে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। তাদেরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক এক জনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায় আহত ব্যক্তি মারুতি গাড়ির চালক দূর্গাপুরের ভিরিঙ্গির বাসিন্দা। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply