Bengali NewsDURGAPUR

দুর্গাপুরে বৈষ্ণব সাধুদের স্বাগত

বেঙ্গল মিরর, দুর্গাপুর:মায়াপুর থেকে বুধগয়া যাবার পথে অকিনচন মহারাজ সমেত শতাধিক বৈষ্ণব সাধুদের দুর্গাপুরে শিব কালি মন্দিরে স্বাগত জানালেন মন্দিরের ট্রাস্টী বোডের চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবিক তরুণ রায় , মন্দিরের ট্রাস্টী এর সম্পাদক বিনোদ রায় এবং তরুণ বাবুর রাজনৈতিক সহকর্মী সৌম্যদীপ্ত রায় তিনি সাধুদের সঙ্গে নাম সংক্রতন করেন, তাদের সেবা করেন এবং বলেন সর্ব শক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি ২০২১ সালে মানব জাতি যেন করনার মতন মহামারির হাত থেকে মানব জাতি মুক্তি লাভ করে , অকিনচন মহারাজ মন্দিরের ট্রাস্টী বোডের সদস্যদের সেবায় খুসি হয়ে তরুণ বাবু সমেত সকল সদস্য দের আশীর্বাদ করেন এবং দুর্গাপুর শহরবাসীর কল্যাণ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *