কয়লা পাচার কান্ড : আবার CBI তল্লাশি আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া ও দূর্গাপুরের দশটি জায়গায়
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৩ জানুয়ারিঃ কয়লা পাচার কান্ড : আবার CBI তল্লাশি আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া ও দূর্গাপুরের দশটি জায়গায়, বেআইনি কয়লা পাচারের মামলায় আরো একবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর কয়লা খনি এলাকায় তল্লাশিতে নামলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই(CBI)। বুধবার সকাল থেকে সিবিআইয়ের ৭ টি দল আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া ও দূর্গাপুরের দশটি জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে। সেই ৭টি দলে ৭০ জনেরও বেশী সিবিআইয়ের অফিসার আছে বলে জানা গেছে। সিবিআইয়ের সেই দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। যাদের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হচ্ছে তারা প্রত্যেকেই এই কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাজি বা লালার ঘনিষ্ঠ বলে সিবিআই সূত্রে জানা গেছে। তারা প্রত্যেকেই ব্যবসায়ী। এরা লালার হয়ে কয়লা পরিবহনের কাজ করতো। প্যাডের মাধ্যমেও এরা ট্রাকের সাহায্যে কয়লা নিয়ে যেতো।
তল্লাশিতে এখনো পর্যন্ত কি কি পাওয়া গেছে, তা জানান নি।




প্রসঙ্গতঃ, এর আগে একাধিকবার সিবিআই এই আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকায় তল্লাশি করেছে। তল্লাশি করা হয়েছে ইসিএলের আধিকারিকদের বাড়িতেও। এর আগে সিবিআইয়ের এই তল্লাশির সময় ইসিএলের এক নিরাপত্তা আধিকারিকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে। সিবিআই ইসিএলের কাছে চিঠি দিয়ে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নথি চেয়েছে। তবে, এই কয়লা পাচার মামলায় সিবিআই এখনো লালার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে নি। তার খোঁজ পেতে হন্যে সিবিআই।
