অন্ডালে shoot out, তৃণমূল কংগ্রেসের কর্মীকে লক্ষ্য করে গুলি
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ জানুয়ারিঃ পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার সিঁদুলিতে শুট আউটের (shoot out ) ঘটনায় মঙ্গলবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুলি করা হয় তৃণমূল কংগ্রেসের (TMC) এক কর্মীকে। সিঁদুলি গ্রামের বাসিন্দা তৃনমুল কংগ্রেসের ঐ কর্মীর নাম রাম লক্ষণ কেওট (৩০)। গুলিবিদ্ধ রাম লক্ষনকে আশঙ্কা জনক অবস্থায় দূর্গাপুরের (Durgapur)একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তৃনমুল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ফেরার পথে নিজের বাড়ির কাছেই একটি পুকুরের পাশে দাঁড়িয়েছিলো রাম লক্ষণ কেওট। সেই সময় তাকে পেছন থেকে তাকে লক্ষ্য করে কেউ গুলি চালায়। তার পিঠে দুটি গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে দূর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি রুপেশ যাদব। তিনি বলেন, রাম লক্ষণ আমাদের দলের একজন সক্রিয় কর্মী ছিল ।শুনেছি পিছন থেকে এসে তাকে পিঠে গুলি করে দুজন তার বাড়ির কাছেই।
কেন এই ঘটনা ঘটল তা অবশ্য পুলিশ খতিয়ে দেখছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা বিষয়ে তদন্ত শুরু হয়েছে।