ASANSOL

Breaking : যুবককে গুলি করে খুন

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, আসানসোল। রবিবার রাত পৌনে নটা নাগাদ চিত্তরঞ্জন সংরক্ষিত রেল শহরের হাসপাতাল কলোনি মোড়ের কাছে একটি গ্যারেজেরও মুদি দোকানের সামনে  এক যুবককে গুলি করে খুন করা হয়েছে । মৃত যুবকের নাম রাহুল রাম(২৪) ।তার বাড়ি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মিহিজাম এলাকাযর আম্বেদকার নগররে।  দুষ্কৃতীরা তাকে অনুসরণ করতে করতে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে কপালে  গুলি করে পালিয়ে গেছে। তাকে চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী হাসপাতালের সঙ্গে সঙ্গে আনা হলে মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেন ।

sample photo

এই খুনের খবর চিত্তরঞ্জন থানার ইন্সপেক্টর ইনচার্জ অতীন্দ্রনাথ দত্ত এবং আরপিএফ পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। তবে রাহুল রামকে কেন বা কারা গুলি করল তা খবরলেখা পর্যন্ত পুলিশ জানাতে পারেনি । বলে জানান।জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ বিশ্বজিৎ মাহাতো খুনের খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছি। পুরো বিষয়টি তদন্ত চলছে বলে তিনি বলেন। চিত্তরঞ্জনের আই এন টি ইউ সি সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং জানান দাবি করেন মৃত যুবক জামতারা জেলার কংগ্রেসের যুব সভাপতি ছিলেন।

Leave a Reply