2021 এর ভোটকে সামনে রেখে সালানপুর ব্লকে ভারতীয় জনতা পার্টির বনভোজন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
বেঙ্গল মিরর ,সালানপুর, মনোজ শর্মা:- সালানপুর ব্লকে আজ ভারতীয় জনতা পার্টির বারাবনি মন্ডল 4এর পক্ষ থেকে 2021 এর বিধানসভা ভোটকে কেন্দ্র করে সমস্ত দলীয় কর্মীদের কে সংগঠিত ও একত্রিত করার জন্যই আজ একটি বনোভজন আয়োজন করা হয়। এদিন সিধাবাড়ি সিআইএসএফ ক্যাম্প সংলগ্ন মাঠে এই বনভোজনের আয়োজন করা হয়। ভারতীয় জনতা পার্টির বারাবনি মন্ডল4এর পক্ষ থেকে। বারাবনি মন্ডল 4 এর সভাপতি গোপাল রায় জানিয়েছেন। এই বনোভজন এর মাধ্যমেই আমরা 2021 সালের বিধানসভা ভোটের সূচনা করলাম। 2021 সালের বিধানসভা ভোটে আমরা বারাবনি বিধানসভার পদ্মফুল ফোটাবোই ফোটাবো। এদিন এই বনভোজনে মুখ্য রূপে উপস্থিত ছিলেন। উৎপল লায়েক ,মনোজ তেওয়ারি, বাদল পাল, বিশ্বজিৎ তেওয়ারি, বাবন মণ্ডল, গোপী গোড়ায় সহ আরো অনেকে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/01/IMG-20210118-WA0020-500x375.jpg)